নরসিংদী
জোড়া খুনের মামলায় ছাত্রদল সভাপতি গ্রেফতার
নরসিংদীতে জোড়া খুনের মামলায় জেলা ছাত্রদল সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার হয়। ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
শুক্রবার (১৩ অক্টোবর) সকাল ৯টার দিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র সরকার।
গোয়েন্দা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ছাত্রদলের বহিষ্কৃত নেতা সাদেকুর রহমানসহ জোড়া খুনের মামলায় আসামি ছিলেন জেলা ছাত্রদল সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ। হত্যাকাণ্ডের পর থেকে তিনি গা ঢাকা দিয়েছিলেন। বৃহস্পতিবার ঢাকার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের ওসি খোকন চন্দ্র সরকার নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। পরে সোহরাওয়ার্দী উদ্যানের সামনে থেকে নাহিদকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার হয়।
আরও পড়ুন: পানি নিষ্কাশনের রাস্তা নিয়ে জোড়া খুন

জেলা গোয়েন্দা পুলিশের ওসি খোকন চন্দ্র সরকার বলেন, সিদ্দিকুর রহমান নাহিদের বিরুদ্ধে ১৬টি মামলা রয়েছে।
ছাত্রদল সভাপতি গ্রেফতারে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক বিরোধীদলীয় কোনো নেতাকর্মীকে আটক এবং হদিস না দেওয়াটা ভয়াবহ অমানবিক ও দস্যুবৃত্তিমূলক কাজ। আওয়ামী শাসকগোষ্ঠী ক্ষমতায় থেকে এ ধরনের ঘটনাকে একটি সংস্কৃতিতে পরিণত করেছে। রাষ্ট্রের মদদে এখনও বিরোধী দল নিধনে বেপরোয়া কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে।
সঞ্জিত সাহা/আরএইচ/জেআইএম