ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

স্বাস্থ্যবিষয় নিয়েও বিএনপি বিভ্রান্তি ছড়িয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

জেলা প্রতিনিধি | মানিকগঞ্জ | প্রকাশিত: ০৩:৩১ পিএম, ১৫ অক্টোবর ২০২৩

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, স্বাস্থ্যবিষয় নিয়েও বিএনপি অনেক বিভ্রান্তি ছড়িয়েছে। করোনার টিকা নিয়েও তারা অনেক বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছে। বিভ্রান্ত হলে এ দেশে আরও অনেক মানুষ মৃত্যুবরণ করবে। মানুষকে ভালোবাসলে তারা এমন বিভ্রান্তমূলক তথ্য দিতো না।

রোববার (১৫ অক্টোবর) জেলা পরিষদ মিলনায়তনে এইচপিভি টিকার ক্যাম্পেইন উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে দেশে স্বাস্থ্যখাতের ব্যাপক উন্নয়ন হয়েছে। মানুষকে আর চিকিৎসা নেওয়ার জন্য নিজ জেলা ছেড়ে কোথাও যেতে হয় না। এমনকি বিদেশেও যেতে হয় না। প্রতিটি হাসপাতাল ও মেডিকেল কলেজে চিকিৎসা সেবার মান বেড়েছে।

jagonews24

আরও পড়ুন: সব খাদ্যে বিষ, মানুষ যাবে কোথায়: স্বাস্থ্যমন্ত্রী 

জাহিদ মালেক বলেন, দেশের নারীরা অনেক এগিয়ে গেছে। প্রতিটি দপ্তরই আজ নারীরা কাজ করছেন। দেশের উন্নয়নে ভূমিকা রাখছেন। এ বছর এমবিবিএসএ ৭০ ভাগ মেয়ে ভর্তি হয়েছেন। তারা ডাক্তার হবেন। আমরা ৪-৫ হাজার চিকিৎসক নিয়েছি সেখানেও দেখলাম ৭০ শতাংশ মেয়েরা উত্তীর্ণ হয়েছে।

এসময় জেলা প্রশাসক রেহেনা আক্তার, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গেলাম মহীউদ্দীন, স্বাস্থ্য অধিদপ্তরে অতিরিক্ত মহাপরিচালক রাশিদা সুলতানা, উপ-পরিচালক (ইপিআই) ডা. জেসমিন আরা খানম, পৌর মেয়র মো. রমজান আলী, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সিভিল সার্জন ডা. মোয়াজ্জেম আলীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

বি.এম খোরশেদ/আরএইচ/জিকেএস