ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কিবরিয়া হত্যাকাণ্ড : ১৫ দিনের জামিন পেলেন আরিফুল

প্রকাশিত: ০৬:০৩ এএম, ২৭ মার্চ ২০১৬

সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যার ঘটনায় দায়েরকৃত বিস্ফোরক মামলায় সিলেট সিটি কর্পোরেশনের বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরীর জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। রোববার সকালে আসামিপক্ষের আইনজীবীদের জামিন আবেদনের প্রেক্ষিতে হবিগঞ্জের দায়রা জজ ও বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. আতাবুল্লাহ ১৫ দিনের জন্য তার জামিন মঞ্জুর করেন।

শুনানীকালে আইনজীবীরা মেয়র ও তার মায়ের অসুস্থতার কথা তুলে ধরেন। এর আগে ২২ মার্চ সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন হত্যা মামলায় হাইকোর্ট থেকে আরিফুল হক চৌধুরীকে ১৫ দিনের জামিন দেয়া হয়।

উল্লেখ্য, ২০০৫ সালের ২৭ জানুয়ারি সদর উপজেলার বৈদ্যেরবাজারে আওয়ামী লীগের জনসভা শেষে ফেরার পথে গ্রেনেড হামলায় নিহত হন শাহ এ এম এস কিবরিয়া ও তার ভাতিজা শাহ মঞ্জুর হুদাসহ ৫ জন। এতে আহত হন আরও ৪৩ জন। এ ঘটনায় হত্যা এবং বিস্ফোরক আইনে পৃথক দু’টি মামলা দায়ের করা হয়।

উভয় মামলায় একাধিকবার তদন্তের কারণে বিচারকার্য বিলম্বিত হয়। হত্যা মামলার সর্বশেষ সম্পূরক চার্জশীটে আরিফুল হক চৌধুরীকে আসামি করা হয়। এর প্রেক্ষিতে ২০১৪ সালের ৩০ ডিসেম্বর তিনি হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পন করলে তাকে কারাগারে পাঠানো হয়। পরবর্তীতে একই ঘটনায় বিস্ফোরক আইনে দায়ের করা মামলার সম্পূরক চার্জশীটেও তাকে আসামি করা হয়। বর্তমানে এ মামলাটি হবিগঞ্জের দায়রা জজ ও বিশেষ ট্রাইব্যুনাল আদালতে বিচারাধিন রয়েছে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এফএ/এমএস