ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নীলফামারীতে সরকারি সুবিধাভোগীদের নিয়ে মতবিনিময়

জেলা প্রতিনিধি | নীলফামারী | প্রকাশিত: ০৯:১৯ পিএম, ১৫ অক্টোবর ২০২৩

নীলফামারীর ডিমলায় সামাজিক সুরক্ষা আওয়াতাধীন সুবিধাভোগীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ অক্টোবর) বিকেলে উপজেলার বিজয় চত্বরে সভায় প্রধান অতিথি ছিলেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার।

jagonews24

ডিমলা সদর ইউনিয়নের চেয়ারম্যান এএইচ এম ফিরোজের সভাপতিত্বে সভায় উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায় প্রমুখ বক্তব্য রাখেন।

আরও পড়ুন: বিএনপিতে সুবিধাভোগী নেতার সংখ্যা বেশি 

jagonews24

বক্তারা বলেন, ডিমলা সদর ইউনিয়নের ৯ ওয়ার্ডে বয়স্ক, বিধবা, মাতৃত্বকালীন, প্রতিবন্ধী, ভিজিএফ, বিডব্লিউবি, খাদ্য বান্ধব কর্মসূচি, টিসিবি ও ইজিপিপি ভাতাসহ ইউনিয়নে ১০ হাজার ৪০০ জন ভাতা ও সুবিধাভোগী রয়েছেন। যারা বাকি জীবন সরকারি সুবিধা ভোগ করবেন।

আরএইচ/জিকেএস