ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কুমিল্লায় তনু হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ

প্রকাশিত: ০৬:৪৩ এএম, ২৭ মার্চ ২০১৬

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে রেখেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এতে মহাসড়কে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকায় উভয় পাশে শত শত যাত্রী ও পণ্যবাহী যানবাহন আটকা পড়েছে।

রোববার বেলা পৌনে ১২টা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছাড়াও কুমিল্লার মুরাদনগর ছাত্র পরিষদসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা কোটবাড়ি -নন্দনপুর এলাকায় রাস্তায় আগুন ধরিয়ে বিক্ষোভ করে যাচ্ছে।

comilla-pic

পরিস্থিতি নিয়ন্ত্রণে ইতোমধ্যে সদর দক্ষিণ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রশান্ত পালসহ হাইওয়ে পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে এসেছেন।

ওসি প্রশান্ত পাল জানান, কলেজ ছাত্রী তনু হত্যা মামলাটি অধিক গুরুত্ব দিয়ে তদন্ত করছে পুলিশ, তাই অবেরোধ তুলে নিতে আন্দোলনকারীদের সঙ্গে আলাপ-আলোচনা চলছে, হয়তো কিছুক্ষণ পরই তারা মহাসড়ক থেকে অবরোধ তুলে নিবে।

কামাল উদ্দিন/এফএ/আরআইপি