হ্নীলা ও হোয়াইক্যং ইউপিতে চলছে শান্তিপূর্ণ ভোটগ্রহণ
মামলা সংক্রান্ত জটিলতায় স্থগিত থাকা টেকনাফ উপজেলার হোয়াইক্যং ও হ্নীলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে। সকাল আটটা থেকে শুরু হওয়া এ ভোটগ্রহণ চলবে বিকেল চারটা পর্যন্ত। নির্বাচন সুষ্ঠু করতে প্রতিটি ভোটকেন্দ্রে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্বপালন করছেন।
সাবরাং এর ঘটনার পর আতঙ্ক থাকলেও ভোর ৬ টা থেকেই লাইনে দাঁড়ান এখানকার ভোটারেরা। অন্য ইউনিয়নের মতো এখানেও পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। হোয়াইক্যং এবং হ্নীলা ইউনিয়নে ১৮৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এতে চেয়ারম্যান পদে ৭, সংরক্ষিত মহিলা ৩২ ও সাধারণ আসনে ১৪৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উল্লেখ্য, এই দুই ইউপিতে গত ২২ মার্চ ভোটগ্রহণের তারিখ নির্ধারিত থাকলেও মামলা সংক্রান্ত জটিলতায় ২৭ মার্চ ভোটগ্রহণ করছে প্রশাসন।
সায়ীদ আলমগীর/এফএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নারায়ণগঞ্জে শীতের রাতেও তারেক রহমানের অপেক্ষায় হাজারো মানুষ
- ২ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত ২০
- ৩ আওয়ামী লীগ ছাড়া নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়
- ৪ তাহাজ্জুদ পড়ে ভোট কেন্দ্রের সামনে গিয়ে ফজরের জামায়াত করবেন
- ৫ ঝিনাইদহে ফেস্টুন ভাঙচুর-হামলা, আচরণবিধি ভঙ্গের অভিযোগ