ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩০ কি: মি: যানজট
কুমিল্লায় কলেজ ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের অবরোধের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয় পাশে অন্তত ৩০ কি: মি: যানজটের সৃষ্টি হয়েছে।
রোববার বেলা পৌনে ১২টা থেকে কুমিল্লা কোটবাড়ি-নন্দনপুর এলাকায় রাস্তায় আগুন ধরিয়ে বিক্ষোভ করে যাচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ওই অবরোধের কারণে যাত্রী ও পণ্যবাহী যানবাহনকে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। ঘটনাস্থলে থাকা জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশের কর্মকর্তারা অবরোধ তুলে নিতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
খবর পেয়ে দুপুর সোয়া ১২টার দিকে অবরোধস্থলে আসেন কুমিল্লা সদর আসনের এমপি হাজী আকম বাহা উদ্দিন বাহার। এ সময় তিনি তনু হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতারের আশ্বাস দেন এবং অবরোধ তুলে নেয়ার আহ্বান জানান। পরে এমপি বাহার নিহত তনুর সেনানিবাসের বাসায় গিয়ে তার পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে অবরোধস্থল ত্যাগ করেন।
দুপুর দেড়টার দিকে এমপি বাহার পুনরায় অবরোধস্থলে এসে অবরোধ তুলে নেয়ার চেষ্টা চালান। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত অবরোধ অব্যাহত ছিল।
এদিকে গণজাগরণ মঞ্চের রোর্ড মার্চ দুপুর ১টার দিকে কুমিল্লা দাউদকান্দিতে পৌঁছার পর গৌরিপুরে পথসভা করে এখন কুমিল্লার পথে রয়েছে বলে জানা গেছে।
কামাল উদ্দিন/এফএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ জুলাই যোদ্ধারা আমাদের স্বাধীনতাকে রক্ষা করেছে: তারেক রহমান
- ২ ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৭
- ৩ নারায়ণগঞ্জে শীতের রাতেও তারেক রহমানের অপেক্ষায় হাজারো মানুষ
- ৪ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত ২০
- ৫ আওয়ামী লীগ ছাড়া নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়