ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

জয়পুরহাটের গোপিনাথপুর মেলায় অগ্নিকাণ্ড

প্রকাশিত: ০৯:৩২ এএম, ২৭ মার্চ ২০১৬

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার ঐতিহাসিক গোপিনাথপুর মেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ থেকে ১২টি দোকান পুড়ে গেছে। রোববার ভোর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এতে বিভিন্ন কোম্পানীর প্লাস্টিকের দোকান, আসবাবপত্র, কাপড়, খেলনাসহ বিভিন্ন রকমারী জিনিসপত্রের দোকানসহ ২টি মোটর সাইকেল পুড়ে গেছে। ওই দোকান মালিকদের ও নগদ অর্থসহ পুড়ে ছাই হয়েছে প্রায় কোটি টাকার বিক্রিযোগ্য মালামাল। পরে আক্কেলপুর ও জয়পুরহাট থেকে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এসে এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রায় পাঁচশ বছরের পুরানো ও দেশের বিখ্যাত এই মেলায় ব্যবসায়ীরা আসেন বাড়তি লাভের আশায়। তবে আকস্মিক এ দুর্ঘটনায় যে ক্ষতি হয়েছে তা কয়েক বছরেও পুষিয়ে নিতে পারবেন না বলে জানান ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা। এদের মধ্যে অনেকেই আবার ঋন নিয়েছিলেন বিভিন্ন ব্যাক্তি ও এনজিওর কাছ থেকে। এই ঋনের বোঝা নিয়েও দিশেহারা ব্যবসায়ীরা।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মশার কয়েল বা গ্যাস সিলিন্ডারের নির্গত গ্যাস থেকে এ অগ্নিকাণ্ডটি ঘটে থাকতে পারে।

আক্কেলপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে কোনো পক্ষই অভিযোগ না করলেও পুলিশ স্ব-উদ্যোগে থানায় একটি সাধারণ ডায়েরি করেছে।

রাশেদুজ্জামান/এফএ/এবিএস