দিনাজপুরে বিষক্রিয়ায় ছটফট করতে করতে মারা গেলো ৪ গরু
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় খাবারের পানিতে বিষক্রিয়ায় চারটি গরু ও তিনটি ভেড়া মারা যাওয়ার অভিযোগ উঠেছে।
সোমবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় সাইদুল ইসলামের চারটি গরু ও মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুর ২টায় মোসলেম উদ্দিনের তিনটি ভেড়া মারা যায়।
গরুর মালিক দিনমজুর সাইদুল ইসলাম বলেন, সন্ধ্যায় স্ত্রী লুৎফা বেগম গরুগুলোকে খৈলগুঁড়া দিয়ে পানি খাওয়ান। পরে ছোট ছেলে সাঈদী খড় দিতে গিয়ে দেখে গরুগুলো কাতরাচ্ছে। বাজার থেকে পশু চিকিৎসক তরিকুল ইসলামকে ডেকে আনা হয়। অবস্থা দেখে পশু চিকিৎসক তরিকুল ইসলাম ফুলবাড়ী প্রাণিসম্পদ অধিদপ্তরের সার্জন নিয়ামত আলীকে ফোন দেন। তিনি ঘটনাস্থলে আসার আগেই চারটি গরুই মারা যায়।
ভেড়ার মালিক মোসলেম উদ্দিন বলেন, সকালে ভেড়াগুলো বাড়ির বাইরে ছেড়ে দেই। দুপুরে ভেড়াগুলো বাড়ির সামনে এসে ছটফট করতে করতে মারা যায়। কী হয়েছে, কীভাবে মারা গেলো জানি না।
পশু চিকিৎসক তরিকুল ইসলাম জাগো নিউজকে বলেন, সোমবার সন্ধ্যায় পশু সার্জনের সঙ্গে কথা বলে থার্মোমিটার লাগাতে লাগাতেই চারটি গরু মারা যায়। আমার জীবনে প্রথম এরকম ঘটনা দেখলাম। চোখের সামনে গরুগুলো মারা গেলো। আমি কিছুই করতে পারলাম না।
ফুলবাড়ী প্রাণিসম্পদ অধিদপ্তরের সার্জন ডা. নিয়ামত আলী জাগো নিউজকে বলেন, বমি, পায়খানা হওয়া, অতিরিক্ত গ্যাস হয়ে পেট ফুলা লক্ষণগুলো দেখে মনে হচ্ছে খাবার পানিতে অতিরিক্ত বিষ প্রয়োগে গরুগুলো মারা গেছে। কোন না কোনোভাবে পানির সঙ্গে গরুগুলোর শরীরে অতিরিক্ত বিষ ছড়িয়ে পড়েছে। আমরা গরুগুলোর ময়নাতদন্ত করেছি। নমুনা সংগ্রহ করেছি। গরুগুলোর বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে এটা আমরা মোটামুটিভাবে নিশ্চিত। তবে ভেড়াগুলো কীভাবে মারা গেছে আমরা তা এখনো নিশ্চিত নই। ভেড়া গুলোরও নমুনা সংগ্রহ করেছি। বুধবার নমুনাগুলো ঢাকায় পাঠানো হবে। রিপোর্ট পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর মো. আল কামাহ তমাল জাগো নিউজকে বলেন, সোমাবার রাত সাড়ে ৯টায় ইউপি চেয়ারম্যান নবীউল ইসলামকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া নির্দেশ দিয়েছি। তবে এখনো পর্যন্ত কোনো তদন্ত কমিটি গঠন হয়নি। গরুর মালিক সাইদুল ইসলামকে নগদ ১৫ হাজার টাকা এবং দুই বান্ডিল টিন দেওয়া হবে।
এমদাদুল হক মিলন/এসজে/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান