ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

দুই নৌকার সংঘর্ষে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ০২:২৫ পিএম, ১৮ অক্টোবর ২০২৩

কিশোরগঞ্জের নিকলীতে দুই মাছ ধরার নৌকার সংঘর্ষে নিখোঁজ জেলে কাঞ্চন মিয়ার (৪৫) মরদেহ উদ্ধার করছে ফায়ার সার্ভিসের ডুবির দল।

বুধবার (১৮ অক্টোবর) দুপুর ১টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে বুধবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার রোদার পুড্ডা এলাকায় এ ঘটনা ঘটে। কাঞ্চন মিয়া উপজেলা জারইতলা ইউনিয়নের সাধন পুর মহিজ মিয়া ছেলে।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবুজর গিফারী জাগো নিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: কিশোরগঞ্জে দুই নৌকার সংঘর্ষে জেলে নিখোঁজ

তিনি বলেন, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে হাওর থেকে মাছ ধরা শেষে উপজেলার রোদার পুড্ডা এলাকায় দুই নৌকার সংঘর্ষে পানিতে পড়ে এক জেলে নিখোঁজ হন। এ ঘটনার তাকে উদ্ধারে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ডুবরি দল উদ্ধার অভিযান চালায়। অবশেষে দুপুর ১টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এসকে রাসেল/জেএস/এমএস