ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রাবি শিক্ষকদের কর্মবিরতি পালন

প্রকাশিত: ০১:৪৩ পিএম, ১৩ ডিসেম্বর ২০১৪

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক প্রফেসর ড একে এম শফিউল ইসলাম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে কর্মবিরতি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ডাকে এই কর্মবিরতি পালন করা হয়।

জানা যায়, সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক প্রফেসর ড.একেএম শফিউল ইসলাম হত্যাকাণ্ডের ২৮ দিন অতিবাহিত হওয়ার পরেও পুলিশ হত্যার আসল রহস্য এখনো উদঘাটন করেনি। বরং এ নিয়ে র‌্যাব -পুলিশের মাঝে তদন্ত নিয়ে অনেকটাই গড়মিল দেখা দিয়েছে। ফলে বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝেও অনেকটাই ধোয়াশার সৃষ্টি হয়েছে। আবার পুলিশ যাদেরকে গ্রেফতার করেছে তাদের ব্যাপারেও বিস্তারিত কিছু বলছে না।  

হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবিতে গত ১০ ডিসেম্বর বুধবার কর্মবিরতির ঘোষণা দেয় রাবির শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. প্রণব কুমার পান্ডে। পূর্ব ঘোষণা অনুযায়ি শনিবার এ কর্মসূচি পালন করেন শিক্ষকরা।

রাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. প্রণব কুমার পান্ডে বলেন, ড. শফিউল হত্যার প্রায় একমাস পুরণ হতে যাচ্ছে। কিন্তু এ ব্যাপারে প্রশাসন এখনো কোনো সঠিক তথ্য দিচ্ছে না।
 
উল্লেখ্য, গত ১৫ নভেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন চৌদ্দপাই এলাকায় নিজ বাসার সামনে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন সমাজবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. একেএম শফিউল ইসলাম। পরে বিকেলে রাজশাহী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওই ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এন্তাজুল এম হক বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মতিহার থানায় মামলা দায়ের করেন।