ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড করার দাবি গণজাগরণ মঞ্চের
ধর্ষকের শাস্তি যাবজ্জীবন করা হয়েছে, তা পরিবর্তন করে মৃত্যুদণ্ড করার দাবি জানিয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।
রবিবার ঢাকা থেকে রোড মার্চ করে বিকালে কুমিল্লা গণজাগরণ মঞ্চের উদ্যোগে তনুর প্রতিবাদে নগরীর কান্দিরপাড় এলাকায় বিক্ষোভ সমাবেশে ডা .ইমরান এসব কথা বলেন।
ডা. ইমরান এইচ সরকার বলেন, ধর্ষকের শাস্তি যাবজ্জীবন করা হয়েছে, তা পরিবর্তন করে মৃত্যুদণ্ড করতে হবে। কলেজছাত্রী তনু হত্যা আমাদের আলোক বর্তিকা, তাই আন্দোলন-সংগ্রামের মাধ্যমেই দেশের প্রতিটি নারী ধর্ষণ ও হত্যা বিচারে এখনই সোচ্চার হতে হবে। তনুর খুনিদের ফাঁসি না হওয়া পর্যন্ত সারা দেশের আন্দোলন আরো বেগবান করার আহ্বান জানান তিনি।
ডা. ইমরান এইচ সরকার আরো বলেন, গত পহেলা বৈশাখে নারী লাঞ্ছনার বিচার হয়নি, ব্যাংক থেকে টাকা লুটের বিচার হয়নি, এরপর হয়েছে রিজার্ভ লুট। দেশে অসংখ্য নারী ধর্ষণ ও খুনের পর এবার জেগে উঠেছে কুমিল্লা। তনু হত্যার পর দেশব্যাপি জেগে উঠেছে প্রতিবাদী জনতা। তিনি দেশ প্রেমিক সেনাবাহিনীকে তনু হত্যাকাণ্ডের বিষয়ে সিভিল প্রশাসনকে সহায়তা করার আহ্বান জানান।
তিনি বলেন, ৯৫ সালে দিনাজপুরে ইয়াসমিন হত্যাকাণ্ডের পর বর্তমান প্রধানমন্ত্রী মাঠে নেমে আন্দোলন করেছিলেন। কিন্তু তনুর বিষয়ে তিনি মাঠে নামছেন না কেন ? সমাবেশ থেকে আগামী বুধবার দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ক্লাস বন্ধ রেখে সকল শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের মানববন্ধন করে এ হত্যাকাণ্ডের প্রতিবাদ জানানোর কর্মসূচি ঘোষণা করেন।
কুমিল্লা গণজাগরণ মঞ্চের সংগঠক খায়রুল আনাম রায়হানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভানেত্রী লাকী আক্তার, জাতীয় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি ইমরুল হাবিব ইমন, গণজাগরণ মঞ্চের সাংগঠনিক সম্পাদক ভাস্কর রাসা প্রমুখ।
কামাল উদ্দিন/এআরএ/এবিএস