শ্রীপুরে স্পিনিং কারখানায় আগুন
গাজীপুরের শ্রীপুরে মাওনা চৌরাস্তা এলাকায় এমএম (মক্কা-মদিনা) স্পিনিং মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বোরবার বিকেল সাড়ে ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুন নিয়ন্ত্রণে গাজীপুরের জয়দেবপুর, শ্রীপুর ও ময়মনসিংহের ভালুকাসহ ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।
শ্রীপুর ফায়ার স্টেশনের ইন্সপেক্টর জিহাদ মিয়া জানান, বিকেলে শ্রীপুরের মাওনা এলাকার মক্কা-মদিনা স্পিনিং মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে জয়দেবপুর, শ্রীপুর ও ময়মনসিংহের ভালুকাসহ ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
কারখানার ম্যানেজার (প্রশাসন) একে আজাদ জাগো নিউজকে জানান, বিকেল ৫টার দিকে কারখানা ছুটি হয়। ছুটির পরপরই কারখানার ব্লু রুম থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
আমিনুল ইসলাম/এআরএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বাণিজ্যমেলায় বিশেষ ছাড়ে মিলছে অ্যালুমিনিয়ামের ফার্নিচার
- ২ নীলফামারীতে গণভোট ও ভোটার উদ্বুদ্ধকরণে ইমাম সম্মেলন
- ৩ নির্বাচনের সঙ্গে জড়িতদের কেউ আওয়ামী লীগের দোসর না, সবাই খুব ভালো
- ৪ দুনিয়ায় শান্তি ও আখিরাতের মুক্তির জন্য হাতপাখা মার্কায় ভোট দেবেন
- ৫ বিএনপির সভায় দীর্ঘ বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৪