জমি নিয়ে বিরোধ, দুই যুবককে কুপিয়ে হত্যা
সিরাজগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে দুই যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের ইছামতী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আলামিন (২৫) ও আল আমিন শেখ (৩২)। আলামিন ওই গ্রামের ফরহাদ হোসেনের ছেলে ও আল-আমিন শেখ একই গ্রামের ঠান্ডু শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বন্ধু আল আমিন শেখকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার রাতে বাজার থেকে বাড়ির ফিরছিলেন আলামিন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাদের ওপর হামলা করে। এতে ঘটনাস্থলে আলামিন মারা যান। গুরুতর আহত আল আমিন শেখকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় শুক্রবার দুপুরে তার মৃত্যু হয়।
আরও পড়ুন: প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা
আলামিনের সঙ্গে একই গ্রামের হায়দার আলীর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। হায়দার আলী ও তার ছেলে এ হামলায় জড়িত থাকতে পারে।
বাগবাটি ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জানান, দুজনের মৃত্যুতে স্থানীয়দের মাঝে আতংক বিরাজ করছে। আমি প্রশাসনকে অনুরোধ করবো দ্রুত সময়ের মধ্যে ঘাতকদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, রাতে একজনের মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গুরুতর আহত আরও একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
এমএ মালেক/আরএইচ/এমএস