ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ২ জেলের কারাদণ্ড

জেলা প্রতিনিধি | ঝালকাঠি | প্রকাশিত: ১২:৪১ পিএম, ২০ অক্টোবর ২০২৩

নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরায় দুই জেলেকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২০ অক্টোবর) সকাল ৭টার দিকে মৎস্য দপ্তরের অভিযানে উপজেলার সুগন্ধা নদী সংলগ্ন অনুরাগ থেকে তাদের আটক করা হয়।

আরও পড়ুন: নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ১৮ জেলের কারাদণ্ড 

দণ্ডপ্রাপ্তরা হলেন, মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর এলাকার আবুল হোসেনের ছেলে ফজলে রাব্বি (২৮) ও বাকেরগঞ্জ উপজেলার শাকবুনিয়া এলাকার মো. হেয়ামেত মোল্লার ছেলে মো. রফিকুল ইসলাম (৩০)।
এসময় তাদের কাছ থেকে পাঁচ হাজার মিটার কারেন্ট জাল ও চার কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। জব্দ করা ইলিশ ইয়াতিমখানায় বিতরণ করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, সরকারি নিষেধাজ্ঞা অমান্যকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।

মো. আতিকুর রহমান/আরএইচ/জিকেএস