পটুয়াখালী পৌঁছেছে এমপি শাহজাহান মিয়ার মরদেহ, দাফন রোববার
পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শাহজাহান মিয়ার মরদেহ নিজ জেলা পটুয়াখালী এসে পৌঁছেছে। শনিবার (২১ অক্টোবর) বিকেল সোয়া ৫টার দিকে বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিশেষ হেলিকপ্টারে মরদেহ ঢাকা থেকে পটুয়াখালী কৃষি বিমান অবতরণ কেন্দ্রে এসে পৌঁছায়।
হেলিকপ্টার থেকে মরদেহ ফ্রিজিং গাড়িতে করে পটুয়াখালী শহরের থানাপাড়ার বাসভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাসহ শুভাকাঙ্ক্ষীরা মরদেহ দেখতে ভিড় করছেন।

পটুয়াখালী কৃষি বিমান অবতরণ কেন্দ্রে এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, পটুয়াখালী-৪ আসনের এমপি মো. মুহিবুর রহমান মুহিব, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সদস্য ও সাবেক জনপ্রশাসন সচিব মো. ফয়েজ আহমেদ, জেলা প্রশাসক নূর কুতুবুল আলম, পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান, সহ-সভাপতি অ্যাডভোকেট সুলতান আহমেদ মৃধা, পটুয়াখালী জেলা প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সরকারি কর্মকর্তা কর্মচারী, জেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ মৃতের আত্মীয়স্বজনরা।
আগামীকাল রোববার (২২ অক্টোবর) বেলা ১১টায় পটুয়াখালী সার্কিট হাউজ চত্বরে চার লেন সড়কে জানাজা শেষে পৌর কবরস্থানে মরদেহ দাফন করা হবেও বলেও জানা গেছে।

শনিবার (২১ অক্টোবর) সকাল ৬টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন শাহজাহান মিয়া।
আব্দুস সালাম আরিফ/এফএ/এএসএম