ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

যশোরে ছুরিকাঘাতে কলেজছাত্র খুন

প্রকাশিত: ০২:২৫ এএম, ২৮ মার্চ ২০১৬

যশোরে ছুরিকাঘাতে হাসিবুল হাসান তরফদার জিম (১৭) নামে এক কলেজছাত্র খুন হয়েছেন। এ সময় রেজওয়ানুল হাসান অন্তু নামে নবম শ্রেণির এক ছাত্র আহত হয়েছে। রোববার রাত সাড়ে ৯টার দিকে শহরের রায়পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হাসিবুল হাসান তরফদার জিম (১৭) যশোর সরকারি সিটি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ও শহরের রেলগেট চোরমারা দীঘির পাড় উত্তর পাশ এলাকার আজম তরফদারের ছেলে।

যশোর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানান, রোববার রাত সাড়ে ৯টার দিকে শহরের রায়পাড়া এলাকার মাদক ব্যবসায়ী বেবীর বাড়ি সামনে হাসিবুল হাসান তরফদার জিম কয়েকজন বন্ধুর সঙ্গে আড্ডা দিচ্ছিল। এ সময় বাকবিতণ্ডার এক পর্যায়ে এক যুবক জিমের বুকে ছুরিকাঘাত করে। এরপর তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে মাদক সেবনকে ঘিরে বিরোধের জের ধরে জিম খুন হয়েছে।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসক কল্লোল কুমার সাহা জানিয়েছেন, জিমের বুকে ছুরিকাঘাত করা হয়েছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

নিহত জিমের বাবা আজম তরফদার জানিয়েছেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে হাসপাতালে এসে ছেলের লাশ পেয়েছি। তবে কী কারণে, কারা হত্যা করেছে জানি না।

অপরদিকে, মৃত্যুর সংবাদে নিহত জিমের এলাকা শহরের রেলগেট চোরমারা দিঘীর পাড় উত্তর পাশে কয়েকটি বোমা বিস্ফোরণ ঘটে। এতে রেজওয়ানুল হাসান অন্তু নামের নবম শ্রেণির এক ছাত্র আহত হয়েছে। তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মিলন রহমান/এসএস/এমএস