মুজিবনগরে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা
আগামী ৩১ মার্চ মেহেরপুরের মুজিবনগর উপজেলার চারটি ইউনিয়নে নির্বাচন হতে যাচ্ছে। বড় দু’টি দলেই দলীয় প্রার্থীর পাশাপাশি রয়েছে বিদ্রোহী প্রার্থী। নির্বাচনকে ঘিরে এসব প্রার্থীরা এখন ব্যস্ত সময় পার করছেন। এদিকে নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠু করার জন্য সকল প্রস্তুতি গ্রহণ করা রয়েছে বলে জানিয়েছেন মুজিবনগর উপজেলা নির্বাচন অফিসার।
নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে প্রার্থী, কর্মী, সমর্থক ও ভোটারদের মাঝে বাড়ছে উদ্বেগ, উৎকণ্ঠা। বিজয় নিশ্চিত করার লক্ষ্যে কর্মী সমর্থকদের নিয়ে প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। এলাকার উন্নয়ন করার জন্য দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। চায়ের দোকান থেকে শুরু করে সর্বত্রই চলছে ভোটের চুলচেরা বিশ্লেষণ। 
মুজিবনগর উপজেলার চারটি ইউনিয়নে মোট ১৯ জন চেয়ারম্যান প্রার্থী, ১২৫ জন সাধারণ সদস্য ও ৪২ জন সংরক্ষিত নারী আসনের সদস্য পদে লড়বেন। এ উপজেলার চারটি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৭৩ হাজার ৭৩৮ জন। এদের মধ্যে পুরুষ ৩৬ হাজার ২১০ জন ও নারী ভোটার ৩৭ হাজার ৫২৮ জন।
মুজিবনগর উপজেলার সাধারণ ভোটাররা জানান, গরীব-দুঃখি মানুষের পাশে থেকে যারা কাজ করবে এমন সৎ ও যোগ্য প্রার্থী দেখেই ভোট দেবো। যুব সমাজকে যারা বিপদের হাত থেকে রক্ষা করবে তাদের দেখে শুনে বুঝে ভোট দিয়ে জয়যুক্ত করবো।
মুজিবনগর বাগোয়ান ইউনিয়নের আাওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আয়ুব হোসেন জানান, বিগত সময়ে আমি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি। জনগণ আমার সঙ্গে আছে, পাসের বিষয়ে আমি শতভাগ আশাবাদী।
মুজিবনগর দারিয়াপুর ইউনিয়ন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী তৌফিকুল ইসলাম বারী বকুল জানান, দলীয়ভাবে আমি মানোনয়ন পাইনি। তবে এলাকার মানুষ আমার পাশে আছে, এই নির্বাচনে আমি জয়লাভ করবো।
মুজিবনগর বাগোয়ান ইউনিয়ন বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মাজহারুল ইসলাম জানান, ইউনিয়নের সর্বস্তরের মানুষ আমাকে নির্বাচনে নিয়ে এসেছে। নির্বাচনে বিজয়ী হলে এলাকার উন্নয়নের পাশাপাশি যুব সমাজকে বিপদের হাত থেকে রক্ষা করবো।
এদিকে ইতোমধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন মেহেরপুর মুজিবনগর উপজেলা নির্বাচন অফিসার আব্দুল হাদি।
আতিকুর রহমান টিটু/এসএস/এমএস