ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

চাঁদপুরে নিষেধাজ্ঞা না মেনে ইলিশ ধরায় ১০৩ জেলে আটক

জেলা প্রতিনিধি | চাঁদপুর | প্রকাশিত: ০৫:২১ পিএম, ২২ অক্টোবর ২০২৩

চাঁদপুরের পদ্মা-মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ১০৩ জেলেকে আটক করেছে নৌ পুলিশ। শনিবার (২১ অক্টোবর) দিনগত রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আরও পড়ুন: নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৬ জেলের কারাদণ্ড 

এ সময় ৩ কোটি ৯৪ লাখ ১৮ হাজার ২৫০ মিটার জাল, ৪৪ টি মাছ ধরার নৌকা, ৫৯৩ কেজি ইলিশ জব্দ করা হয়। এরমধ্যে আটক ৩৪ জেলেকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। আটজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৪ হাজার টাকা জরিমানা করা হয়।

https://cdn.jagonews24.com/media/imgAllNew/BG/2023March/chad-2-20231022172101.jpg

নৌ পুলিশ সুপার কার্যালয়ের উপ-পুলিশ পরিদর্শক মো. ইউসুফ জানান, নদীর ৭০ কিলোমিটার এলাকাজুড়ে ছয়টি থানা ও ফাঁড়ি অভিযান পরিচালনা করে থাকে। অভিযানে বিপুল জাল, নৌকা, ইলিশসহ জেলেদের আটক করা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ১৪টি মামলা ও চারটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

শরীফুল ইসলাম/আরএইচ/জিকেএস