ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

উত্তরবঙ্গের মানুষ সাইজে ছোট হলেও ঝাল বেশি: ব্যারিস্টার সুমন

জেলা প্রতিনিধি | নীলফামারী | প্রকাশিত: ০৮:৫৫ পিএম, ২২ অক্টোবর ২০২৩

“আমি যখন মাঠে উঠি তখন দেখলাম সাইজে আপনাদের ছেলেরা (জলঢাকার) আমাদের ছেলেদের থেকে একটু ছোট। আমার খেলোয়াড়রা আমাকে তখন বলছে, ‘ভাই, এরা সাইজে ছোট; মনে হয় না আমাদের সঙ্গে পারবে। তখন আমি ওদেরকে বলছিলাম, উত্তরবঙ্গের মানুষ সাইজে ছোট হলেও ঝাল বেশি, পাকলে বোঝা যাবে।”

‘ঠিকই আমার বড়গুলার ফাঁক দিয়ে গোল দিয়ে বুঝাই দিছে। তবে আমি আপনাদের বলতে চাই, এত কষ্ট করে কোটি কোটি টাকা খরচ করছি আমার একাডেমির প্লেয়ারদের পেছনে; আর আপনাদের ছেলেরা, বাচ্চা বাচ্চা ছেলেরা আমাদের হারায় দিয়ে প্রমাণ করছে যে, উত্তরবঙ্গের মানুষের মধ্যে দম আছে। আর সেটা কাজে লাগাইতে পারে।’

jagonews24

রোববার (২২ অক্টোবর) বিকেলে নীলফামারীর জলঢাকার শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে ইংরেজি দৈনিক ‘দ্য বাংলাদেশ টুডে’ এর আয়োজনে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি ও ড. জোবায়ের আলম ফুটবল একাডেমি একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচ শেষে এসব কথা বলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সায়েদুল হক সুমন। খেলায় ড. জোবায়ের আলম ফুটবল একাডেমি একাদশ ১-০ গোলে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমিকে পরাজিত করে।

jagonews24

ব্যারিস্টার সুমন বলেন, ‘আপনারা মনে করেন ঢাকার মানুষেরাই বুঝি অনেক যোগ্যতাসম্পন্ন; আসলে তা না। উত্তরবঙ্গের মানুষের সঙ্গে আমাদের সিলেটের মানুষের একটা মিল আছে। আমরা বেশি চালাক না, আমরা মানুষকে ঠকাই না। এই মিল আপনাদের সঙ্গে আমাদের আছে।’

সুপ্রিম কোর্টের আইনজীবী ও সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচিত মুখ ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের ফুটবল খেলা দেখতে আশপাশের এলাকা থেকে হাজার হাজার ফুটবলভক্তের ঢল নামে। এই প্রীতি ফুটবল ম্যাচ দেখতে দুপুর থেকেই দলে দলে মানুষ মাঠে আসতে থাকে। খেলা শুরুর আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় মাঠ। খেলা দেখতে দূর-দূরান্ত থেকে আসেন হাজারও দর্শক। প্রচণ্ড ভিড়ের কারণে অনেক দর্শক আশপাশের ভবনের ছাদে, দেওয়ালের ওপর, গাছে উঠে ও টিনের ঘরের ছাউনির ওপর বসে খেলা উপভোগ করেন।

jagonews24

এসময় উপস্থিত ছিলেন নীলফামারীর জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, পুলিশ সুপার গোলাম সবুর, দ্য বাংলাদেশ টুডের প্রকাশক ও সম্পাদক ড. জোবায়ের আলম, জলঢাকা উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, জলঢাকা পৌরসভার মেয়র ইলিয়াস হোসেন বাবলু, জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ময়নুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা প্রমুখ।

এসআর/জিকেএস