ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বীরগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে আহত ২৫

প্রকাশিত: ০৪:২৪ এএম, ২৮ মার্চ ২০১৬

দিনাজপুরের বীরগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে গিয়ে কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৭ টার সময় দিনাজপুর-ঠাকুরগাও মহাসড়কের বীরগঞ্জের সুজালপুর ইউনিয়নের চাকাই যদুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন-কুলসুম (৪৫), জামিলা (৫০), হাসেনা বানু (৪৫), বকুল (৫৫), ফজলুর রহমান (৭০), ঝর্ণা (২০), সুবর্ণা (২৫), চৈতন রাম রায় (৪৫), আনিসুর রহমান (৩০), রবিউল (৪২), আল আমিন (১৭), লাইলী বেগম (২৪), হেলেনা বেগম (৫৫), আব্দুর রাজ্জাক (২২), নজরুল ইসলাম (৫০),আজম (৩৪), আনোয়ারা খাতুন (৫০) ও মহসীন আলী (৫০)।

Accident

বীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল সাড়ে ৭ টার দিকে বৃষ্টির সময় ঢাকা থেকে ঠাকুরগাওয়ের উদ্দেশ্যে যাত্রী নিয়ে ছেড়ে আসা রূপসী এন্টারপ্রাইজের একটি বাস বীরগঞ্জ অতিক্রম করছিল। এ সময় চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি গাছের সঙ্গে ধাক্কা লেগে রাস্তার উপর ছিটকে পড়ে। এতে ২৫ জন যাত্রী আহত হয়। এদের মধ্যে ১৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বীরগঞ্জ হাসপাতালের আবাসিক মেডিকেল আফিসার ডা.শাহিনুর আলম জানান, আহতদের মধ্যে নজরুল ইসলাম (৫০), আজম (৩৪), আনোয়ারা খাতুন (৫০), মহসীন আলী (৫০) ও সুর্বণাকে (২৪) দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদের অনেকের হাত পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।

এমদাদুল হক মিলন/এসএস/এমএস