৩ দিনের কারাদণ্ড থেকে বাঁচতে এক বছর পলাতক
মাত্র তিনদিনের সাজা থেকে বাঁচতে এক বছর ধরে পালিয়ে থাকা জনি মিয়া ওরফে হৃদয়কে (৩৬) গ্রেফতার করেছে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশ।
সোমবার (২৩ অক্টোবর) দুপুরে তাকে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের সেন্দা গ্রাম থেকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার আব্দুল আলিমের ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, হৃদয়ের বিরুদ্ধে বন বিভাগে একটি মামলা ছিল। গত এক বছর আগে আদালত তার সেই মামলায় তিনদিনের কারাদণ্ড দেন। সাজা দেওয়ার পর থেকে তিনি পলাতক ছিলেন। বাড়িতে আসলে গোপন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
আবুল হাসনাত মো. রাফি/এমআরআর/এএসএম