ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পারিবারিক দ্বন্দ্বে শরীরে আগুন দিয়ে গৃহবধূর আত্মাহুতি

নিজস্ব প্রতিবেদক | খুলনা | প্রকাশিত: ০৪:১০ পিএম, ২৪ অক্টোবর ২০২৩

খুলনায় শরীরে আগুন দিয়ে সুজলা রানী বিশ্বাস (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুর দেড়টার দিকে সদর উপজেলার ফরাজী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

সুজলা রানী বিশ্বাস তার স্বামী শ্যামল কুমার বিশ্বাসের সঙ্গে একটি ভাড়া বাসায় থাকতেন। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন: অভিমান করে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ কিশোরী, পুকুরে মিললো মরদেহ

এলাকাবাসী সূত্রে জানা যায়, ৬ নম্বর ফরাজী পাড়া মেইন রোড এলাকার মৃত আব্দুল জব্বারের বাড়ির দ্বিতীয় তলায় বসবাস করেন শ্যামল কুমার বিশ্বাস। মঙ্গলবার দুপুরে তার স্ত্রী সুজলা ঘরে দরজা আটকে নিজের গায়ে আগুন ধরিয়ে দেন। পরে ডাক-চিৎকারে এলাকাবাসী ঘরের দরজা ভেঙে তাকে উদ্ধার করে। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, ধারনা করা হচ্ছে পারিবারিক দ্বন্দ্বের কারণে এই ঘটনা ঘটেছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আলমগীর হান্নান/জেএস/জেআইএম