মা ইলিশ রক্ষা অভিযান
ফাঁড়ি থেকে দুই জেলে পালানোয় ৪ পুলিশ প্রত্যাহার
পিরোজপুরের কাউখালিতে ইলিশ ধরার অপরাধে আটক দুই জেলে পুলিশের হাত থেকে পালিয়েছেন। এ ঘটনায় কর্তব্য অবহেলার কারণে পিরোজপুরের কাউখালী নৌ পুলিশ ফাঁড়ির চার সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
সোমবার (২৩ অক্টোবর) খুলনা জোনের নৌপুলিশ সুপার মো. শরিফুর রহমানের সই করা এক আদেশে তাদের শাস্তিমূলক প্রত্যাহার করা হয়।
চার পুলিশ সদস্য হলেন- কাউখালি নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক, এসআই আলামিন, এসআই মো. ইউনুস আলী ও সেন্ট্রি আব্দুস
সালাম।
পালিয়ে যাওয়া আসামিরা হলেন- উপজেলার সুবিদপুর গ্রামের জাকির হোসেনের ছেলে মো. শাহিন (২১) ও একই গ্রামের বেলায়েত হোসেনের ছেলে মো. কাইয়ুম (১৯)।
কাউখালি নৌপুলিশ ফাঁড়ির বর্তমান ইনচার্জ হাবিবুর রহমান জাগো নিউজকে বলেন, ওই চার সদস্যকে খুলনা নৌ পুলিশে সংযুক্ত করা হয়েছে।
জানা যায়, ইলিশ মাছ ধরার ওপর নিষেধাজ্ঞার অংশ হিসেবে শনিবার কাউখালি উপজেলার সন্ধ্যা নদীতে অভিযান চালায় নৌ-পুলিশ অভিযান চালান। নদীর সুবিদপুর খালের মোহনায় জেলেরা মাছ ধরার সময় শাহিন ও কাইয়ুমকে আটক করা হয়। তাদের ফাঁড়িতে আনা হয়। হাতকড়া না থাকায় নৌ পুলিশ ফাঁড়ির দরজায় ধাক্কা দিয়ে আটকরা কৌশলে পালিয়ে যায়। এদের নামে সোমবার রাতে নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইউনুস আলী বাদী হয়ে মৎস্য সংরক্ষণ আইনে ও পুলিশকে ফাঁকি দেওয়ার অপরাধে মামলা করেন।
কাউখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া জাগো নিউজকে বলেন, পালিয়ে যাওয়া দুই জেলের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এসজে/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান