ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কিশোরগঞ্জে বজ্রপাতে মাদরাসা ছাত্রের মৃত্যু

প্রকাশিত: ০৮:৫৯ এএম, ২৮ মার্চ ২০১৬

কিশোরগঞ্জের করিমগঞ্জে বজ্রপাতে ফারুক মিয়া (১২) নামে এক মাদরাসা ছাত্র নিহত এবং নিকলীতে ৩ স্কুল ছাত্রী আহত হয়েছে। সোমবার সকালে এ ঘটনা ঘটে।
 
আহতরা হলো, নিকলী সদরের আলিয়াপাড়া এ বি নূরজাহান উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী নাভানা আক্তার হেপি, তার বোন একই শ্রেণির ছাত্রী শামীমা আক্তার পলি ও নবম শ্রেণির ছাত্রী তুর্কি আক্তার।

এলাকাবাসী জানায়, সকাল ১১ টার দিকে বাড়ির পাশের একটি খালে মাছ ধরার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায় করিমগঞ্জ উপজেলার সুতারপাড়া গ্রামের কবির উদ্দিনের ছেলে ফারুক। সে স্থানীয় সুতারপাড়া দারুস সালাম হাফিজিয়া মাদরাসার হেফজ শ্রেণির ছাত্র।

অপর দিকে, নিকলীতে স্কুলে যাওয়ার পথে বজ্রপাতে আহত হয়েছে দুই বোনসহ তিন ছাত্রী।  তুর্কি নোয়াপাড়া গ্রামের আলতাফ উদ্দিনের মেয়ে। আর দুই বোন একই গ্রামের আমিনুল ইসলামের মেয়ে। তাদেরকে নিকলী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নূর মোহাম্মদ/এফএ/এবিএস