জামিন পেলেন ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলালসহ ৫ নেতা
জামিনে মুক্তি পেয়েছেন ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলালসহ অঙ্গ সংগঠনের পাঁচ নেতা। বুধবার (২৫ অক্টোবর) বিকেলে তারা জামিনে কারামুক্ত হয়েছেন বলে নিশ্চিত করেছেন আইনজীবী অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন।
জামিনে মুক্তি পাওয়া বাকিরা হলেন ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এয়াকুব নবী, জাতীয়তাবাদী হেল্পসেলের প্রতিষ্ঠাতা সুমন আহসান, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাকের হোসেন রিয়াদ ও সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেজবাহ উদ্দিন মিয়াজী।
গত ২৬ জুলাই সমাবেশের উদ্দেশ্যে বিএনপির নেতাকর্মীরা ঢাকায় অবস্থান করলে একটি বাসা থেকে ফেনীর বিএনপি ও অঙ্গ সংগঠনের ৩০ নেতাকে আটক করা হয়। পরে ফেনীতে বিএনপির পদযাত্রায় পুলিশের কাজে বাধা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটিসহ তিনটি মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়।
আবদুল্লাহ আল-মামুন/এমআরআর