ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

জেলা প্রতিনিধি | কুড়িগ্রাম | প্রকাশিত: ০২:৫৭ পিএম, ২৬ অক্টোবর ২০২৩

কুড়িগ্রামে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকালে পৃথক স্থানে দুর্ঘটনা তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন, মো. জুয়েল রানা (৩৮) ও লুৎফর রহমান (১৯)। মো. জুয়েল রানা কুড়িগ্রাম পৌর শহরের টাপু ভেলাকোপা গ্রামের মৃত আকবর আলীর ছেলে এবং লুৎফর রহমান যাত্রাপুর ইউনিয়নের নওয়ানিপাড়া এলাকার মো. আমজাদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, লুৎফর রহমান সকালের বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে ঘোগাদহ বাজারে যাচ্ছিলেন। এসময় কামার হাইল্যা এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে থাক্কা লেগে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসকরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।

আরও পড়ুন: নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাইকের ধাক্কা, ২ তরুণ নিহত 

প্রতিবেশী মো. আমিনুল জানান, জুয়েল রানা মোটরসাইকেল যোগে রংপুর থেকে কুড়িগ্রাম ফিরছিলেন। ছিনাই বাবর কোল্ড স্টোরেজ সামনে পৌঁছালে একটি বাইসাইকেল মুখোমুখি হয়। বাইসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে জুয়েল রানা আহত হন। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে নিলে পথে তার মৃত্যু হয়।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান বলেন, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই যুবক নিহত হয়েছেন।

ফজলুল করিম ফারাজী/আরএইচ/জিকেএস