ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মৌলভীবাজারে ছাত্রশিবিরের বিক্ষোভ, কলেজ সভাপতি গ্রেফতার

জেলা প্রতিনিধি | মৌলভীবাজার | প্রকাশিত: ০৬:৩১ পিএম, ২৬ অক্টোবর ২০২৩

সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনসহ সাত দফা দাবিতে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকালে এ মিছিল বের করা হয়। মিছিল পরবর্তী সমাবেশ থেকে বড়লেখা সরকারি কলেজ সভাপতিকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার ছাত্রলীগ নেতার নাম তোফাজ্জল হোসেন। তিনি বড়লেখা উপজেলার গ্রামতলা গ্রামের আব্দুন নুরের ছেলে।

jagonews24

সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, সকাল ১০টায় বড়লেখা বাজার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়। মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও সিলেট মহানগর সভাপতি সিদ্দিক আহমদ। আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার শহর শাখার সভাপতি জিল্লুর রহমান ও জেলা সেক্রেটারি আলম হোসাইন।

এ বিষয়ে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান বলেন, তোফাজ্জল হোসেন পুরোনো মামলার আসামি। তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

এসআর/জিকেএস