ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শেখ হাসিনার মাধ্যমে সরকার গড়া প্রত্যেকের ইমানের অঙ্গ: সেলিম ওসমান

জেলা প্রতিনিধি | নারায়ণগঞ্জ | প্রকাশিত: ১০:২০ পিএম, ২৬ অক্টোবর ২০২৩

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান বলেছেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে কেউ কিছু করতে পারবে না। কেউ কিছু করবে না। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার মাধ্যমে আগামী সরকার গড়তে হবে। এই দায়িত্ব আপনাদের প্রত্যেকের ইমানের অঙ্গ।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাতে তাকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন সেলিম ওসমান। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।

সেলিম ওসমান বলেন, ‘২৮ তারিখকে কেন্দ্র করে জুজুর ভয় দেখানো হচ্ছে। যতই জুজুর ভয় দেখান আমরা জুজুর ভয় করি না। একবার চিন্তা করে দেখেন, গত ১৫ বছরে কত উন্নয়ন পেয়েছেন। বন্দরে অনেকেই আমার সঙ্গে মিটিং করে, আমার সঙ্গে থেকেই এখন আবার ফণা ধরছেন। এই ফণা থাকবে না কিন্তু।’

তিনি আরও বলেন, ‘জিনিসপত্রের দাম বেড়ে গেছে। কিন্তু কেউ পাশের দেশের দ্রব্যমূল্য জানার চেষ্টা করেন না। আজ অভাব দেখা দিয়েছে। সেই দুর্বলতার সুযোগ নিয়ে এক ধরনের চাটুকার বিদেশি শ্রত্রুদের সঙ্গে নিয়ে উতাল-পাতাল সৃষ্টি করার চেষ্টা করছেন। আমাদের নারায়ণগঞ্জকে আপনারা জ্বালিয়ে-পুড়িয়ে খেয়ে গেছেন। যারা সরকার গঠন করেছিলেন আমাদের জুটমিল ধ্বংস করেছেন। সরকার হলেই হবে না; মানুষের ভালোবাসা দরকার আছে।’

বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ রশিদের সভাপতিত্বে গণসংবর্ধনায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, জাতীয় পার্টির নারায়ণগঞ্জ জেলা সভাপতি সানাউল্লাহ সানু, বন্দর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রধান, বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম, বাংলাদেশ ক্লথ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি প্রবীর কুমার সাহা ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্টির সিনিয়র সহ-সভাপতি মোরশেদ সারোয়ার সোহেল।

মোবাশ্বির শ্রাবণ/এসআর/জেআইএম