ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সিদ্ধিরগঞ্জ বিএনপির সাধারণ সম্পাদকসহ আটক ৬

উপজেলা প্রতিনিধি | সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) | প্রকাশিত: ০৯:২৪ এএম, ২৯ অক্টোবর ২০২৩

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইকবাল হোসেনসহ ৬ জনকে আটক করেছে পুলিশ।

রোববার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে হরতালের সমর্থনে মিছিল থেকে তাদের আটক করা হয়।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে পুলিশ-যুবদল সংঘর্ষ, গুলিবিদ্ধ ৩

পুলিশ ও দলীয় সূত্র জানায়, সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় হরতালের সমর্থনে মিছিলের চেষ্টা করেন বিএনপির নেতাকর্মীরা। পরে পুলিশ সেখান থেকে কাউন্সিলর ইকবাল হোসেনসহ ৬ জনকে আটক করা হয়।

সিদ্ধিরগঞ্জ বিএনপির সাধারণ সম্পাদকসহ আটক ৬

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. গিয়াস উদ্দিন এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানান। দ্রুত তাদের মুক্তি দাবি করেন তিনি।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) জহিরুল হক জানান, সকালে হরতালের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করার সময় পুলিশ ছয়জনকে আটক করেছে।

রাশেদুল ইসলাম রাজু/আরএইচ/জেআইএম