ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

চুয়াডাঙ্গায় বিএনপি-জামায়াতের ৩৮ নেতাকর্মী গ্রেফতার

জেলা প্রতিনিধি | চুয়াডাঙ্গা | প্রকাশিত: ০৯:০৭ এএম, ৩০ অক্টোবর ২০২৩

চুয়াডাঙ্গায় নাশকতার মামলায় আলমডাঙ্গা উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রোকনসহ ৩৮ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে সাতটি বোমা সদৃশ বস্তু, ৯টি বাঁশের লাঠি ও চারটি লোহার রড উদ্ধার করা হয়।

শনিবার দিনগত রাত ও রোববার (২৯ অক্টোবর) সারাদিন জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বিএনপি-জামায়েতের নেতাকর্মীদের গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের নয় মামলায় আসামি ১০৪২, আটক ৬৯

চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, জেলায় আইন-শৃঙ্খলা বিঘ্নকারী, নাশকতা পরিকল্পনাকারী, বিস্ফোরণ ঘটিয়ে মানুষের জানমালের ক্ষতি সাধনকারী হিসেবে চিহ্নিত ৩৮ জনকে বিভিন্নস্থান থেকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হবে।

এরমধ্যে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের অভিযানে নয়জন, আলমডাঙ্গায় ১২ জন, দর্শনায় পাঁচজন ও দামুড়হুদা মডেল থানায় তিনজন ও জীবননগর থানায় পুলিশের অভিযানে নয়জন বিএনপি-জামায়াতের নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

হুসাইন মালিক/জেএস/এএসএম