ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ভোলায় চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

জেলা প্রতিনিধি | ভোলা | প্রকাশিত: ১০:২২ এএম, ৩০ অক্টোবর ২০২৩

ভোলায় মো. শফিকুল ইসলাম (৫৫) নামে এক চালককে কুপিয়ে তার অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রোববার (২৯ অক্টোবর) রাতে ভোলা-লক্ষ্মীপুর সড়কের ব্যারিস্টার কাচারী এলাকায় এ ঘটনা ঘটে।

শফিকুল ইসলাম ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পরানগঞ্জ এলাকার মো. আব্দুল মোতালেবের ছেলে।

আরও পড়ুন: বড় ভাইয়ের লাঠির আঘাতে প্রাণ গেলো ছোট ভাইয়ের

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, শফিকুল ইসলাম অটোরিকশা নিয়ে রোববার সন্ধ্যার দিকে ইলিশা লঞ্চঘাট এলাকায় যাচ্ছিলেন। ইলিশা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ব্যারিস্টার কাচারী এলাকার সড়কে আসলে দুর্বৃত্তরা তার অটোরিকশাটি থামিয়ে তাকে কুপিয়ে আহত করে অটো নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তার ডাক-চিৎকারে ছুটে এসে তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, কোনো ধারালো অস্ত্র নিয়ে অটোরিকশাচালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বিষয়টি তদন্ত ও হত্যাকারীদের আটকের জন্য কাজ করেছে পুলিশ।

জুয়েল সাহা বিকাশ/জেএস/এএসএম