ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মানিকগঞ্জ

অবরোধের সমর্থনে মিছিল, বিএনপির ৫ নেতাকর্মী আটক

জেলা প্রতিনিধি | মানিকগঞ্জ | প্রকাশিত: ০১:০৪ পিএম, ৩১ অক্টোবর ২০২৩

মানিকগঞ্জে অবরোধের সমর্থনে বিএনপির নেতাকর্মীরা মিছিল করেছে। এ সময় পুলিশের সঙ্গে নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের মানরা এলাকায় এ ঘটনা ঘটে। এসময় পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ ও বিএনপির পাঁচ নেতাকর্মীকে আটক করে।

আরও পড়ুন: পুলিশ দেখে মিছিল থেকে পালালেন বিএনপি নেতাকর্মীরা

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার বলেন, সকালে বিএনপি নেতারা মিছিল নিয়ে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করার চেষ্টা করে। এসময় তাদের বাধা দিলে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। তখন পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ৬ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে তাদের ছত্র ভঙ্গ করে।

তিনি আরও বলেন, মিছিল থেকে মানিকগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি অ্যাডভোকেট আজাদ হোসেন খান, বিএনপি নেতা নাসির উদ্দীন যাদু ও পৌর বিএনপি নেতা আরিফসহ পাঁচজনকে আটক করা হয়।

বি.এম খোরশেদ/জেএস/জেআইএম