ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কুমিল্লা

পুলিশের ওপর হামলা, বিএনপির ৩৩০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

জেলা প্রতিনিধি | কুমিল্লা | প্রকাশিত: ০১:৪২ পিএম, ৩১ অক্টোবর ২০২৩

বিএনপি-জামায়াতের ডাকা হরতালে কুমিল্লা নগরীর চকবাজারে পুলিশের ওপর হামলার ঘটনায় ৩০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত নামা ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

সোমবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোর্শেদ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

২৮ অক্টোবর হরতাল সমর্থকরা ককটেল বিস্ফোরণ ঘটায় ও পুলিশের ওপর হামলা করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ৩০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত নামা ৩০০ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছে। তদন্তের স্বার্থে এখনই আসামিদের নাম বলা যাবে না।

আরও পড়ুন: নাশকতার অভিযোগে পৌর বিএনপির সভাপতি আটক

জানা গেছে, রোববার (২৮ অক্টোবর) বিএনপি-জামায়াতের ডাকা হরতালের সমর্থনে সকাল সাড়ে ৮টার দিকে হরতাল সমর্থনে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজী আমিন উর-রশিদ ইয়াছিনের নেতৃত্বে কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা বিএনপি মিছিল বের করে। কান্দিরপাড় দলীয় কার্যালয় থেকে মিছিল বের করে রাজগঞ্জ হয়ে চকবাজার পৌঁছালে পুলিশের বাধার সম্মুখীন হয়। এসময় পুলিশ টিয়ারশেল ও ফাঁকা গুলি ছোড়ে। এতে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এসময় লাঠিপেটা ও পালানোর সময় আহত হন অন্তত ২০ জন।

পুলিশের দাবি, ওই ঘটনায় পুলিশের ওপর হামলা ও ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। এসময় পুলিশ ১২ নেতাকর্মীকে আটক করে। পরে ঘটনাস্থল থেকে ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার করেন।

জাহিদ পাটোয়ারী/জেএস/জেআইএম