ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কুড়িগ্রামে বিএনপি-জামায়াতের ৯ নেতাকর্মী গ্রেফতার

জেলা প্রতিনিধি | কুড়িগ্রাম | প্রকাশিত: ১২:৪১ পিএম, ০১ নভেম্বর ২০২৩

কুড়িগ্রামে নাশকতার অভিযোগে বিএনপি ও জামায়াতের ৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৩১ অক্টোবর) দিনগত রাতে তাদের গ্রেফতার করা হয়।

বুধবার (১ নভেম্বর) সকালে কুড়িগ্রামের পুলিশ সুপার (এসপি) আল আসাদ মো. মাহফুজুল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, জেলায় নাশকতার অভিযোগে রাজারহাট বিএনপির দুইজন কর্মী, লালমনিরহাটের একজন, রাজিবপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও কুড়িগ্রাম জেলা বিএনপির সহ সভাপতিসহ পাঁচ নেতাকর্মী এবং উলিপুর উপজেলা জামায়াতের সাবেক সাধারণ সম্পাদক, রৌমারীতে দুজন ও উলিপুরে একজন জামায়াতের সক্রিয় কর্মীসহ মোট চারজন জামায়াত নেতাকর্মীসহ মোট ৯জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: নড়াইলে বিএনপির ১৪ নেতাকর্মী কারাগারে

এ বিষয়ে জানতে কুড়িগ্রাম জেলা বিএনপির একাধিক নেতাকে মুঠোফোনে কল দেওয়া হলেও কেউ ফোন রিসিভ করেনি।

কুড়িগ্রামের পুলিশ সুপার (এসপি) আল আসাদ মো. মাহফুজুল ইসলাম বলেন, নাশকতার অভিযোগে কুড়িগ্রামে বিএনপি ও জামায়াতের ৯ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ফজলুল করিম ফারাজী/জেএস/জেআইএম