ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কিশোরগঞ্জে অবরোধে অটোরিকশা ভাঙচুর, পুলিশের ধাওয়া

জেলা প্রতিনিধি | কিশোরগঞ্জ | প্রকাশিত: ০১:১২ পিএম, ০১ নভেম্বর ২০২৩

বিএনপি-জামায়াতের ডাকা তিনদিনের অবরোধের দ্বিতীয়দিনে কিশোরগঞ্জে সড়কে ভাঙচুর চালাচ্ছে পিকেটাররা। বুধবার (১ নভেম্বর) সকাল ৯টার দিকে নতুন জেলখানা মোড়ে তারা একটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করে। পরে পুলিশের ধাওয়া খেয়ে তারা পালিয়ে যান।

জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক শহীদুল্লাহ কায়সার শহীদ বলেন, নতুন জেলখানা মোড়ে পিকেটিং করার সময় পুলিশ ধাওয়া দেয়। পরে আমরা নিরাপদ স্থানে চলে যাই।

আরও পড়ুন: ‘গাড়ির চাকা না ঘুরলে রাতে চুলায় আগুন জ্বলবে না’

এদিকে সকালে শহরের বিভিন্ন সড়ক ঘুরে আগের মতই যানবাহন চলাচল করতে দেখা গেছে। সকাল ৮টার দিকে আল জামিয়াতুল ইমদাদিয়া মাদরাসার সামনের সড়কে দেখা গেছে ট্রাক্টর, অটোরিকশা ও মোটরসাইকেলের জট। দোকান-পাটও তখন খুলতে শুরু করেছে। পুরানথানা মোড় থেকে শহীদী মসজিদের সামনের সড়ক পর্যন্ত ছিল চামটাঘাটগামী সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশার সারি। এ সময় শহরের কোনো স্থানে পুলিশ বা পিকেটারের দেখাও মেলেনি।

জানা গেছে, বিএনপি-জামায়াতের ঢাকা অবরোধের প্রথমদিনে মঙ্গলবার (৩১ অক্টোবর) কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতী এলাকায় বিএনপি-আওয়ামী লীগ ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় ২০জন আহত হয়েছেন।

নিহতরা হলেন- ছয়সূতী ইউনিয়ন কৃষক দলের সভাপতি বিল্লাল মিয়া (৩০) ও উপজেলা ছাত্রদল নেতা শেফায়েত উল্লাহ (২০)।

এসকে রাসেল/জেএস/জেআইএম