অবরোধের দ্বিতীয়দিনেও স্বাভাবিক বেনাপোল বন্দরের কার্যক্রম
বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের দ্বিতীয়দিনেও কোনো প্রভাব পড়েনি দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলে। ভারত থেকে আমদানি করা পণ্য বন্দরের শেডে লোড-আনলোড হয়েছে সকাল থেকে। কাস্টমস, ব্যাংক ও বিমায় কাজ চলছে আগের মতো। ভারত-বাংলাদেশ মধ্যে পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে।
অবরোধের সমর্থনে বেনাপোল ও শার্শায় কোনো পিকেটারকে রাস্তায় দেখা যায়নি। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকলেও আন্তঃজেলা বাস, ট্রেনসহ ছোট ছোট যানবাহন চলাচল স্বাভাবিক আছে।
বেনাপোল সোহাগ পরিবহনের ম্যানেজার মো. শহিদুল ইসলাম বলেন, বেনাপোল থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যাচ্ছে না। ভারত থেকে আসা পাসপোর্টযাত্রীরা ট্রেনসহ বিকল্প যানবাহনে চলে যাচ্ছে। বৃহস্পতিবার বিকেল থেকে দূরপাল্লার বাস চলাচল করবে।
আরও পড়ুন: বন্ধ বাস, নিষিদ্ধ হলেও মহাসড়কে অটোরিকশার রাজত্ব
বেনাপোল রেলস্টেশন মাস্টার মো. সাইদুজ্জামান বলেন, ট্রেন চলাচল স্বাভাবিক আছে। বুধবার বেনাপোল-ঢাকার ট্রেন সাপ্তাহিক বন্ধ। বেনাপোল-খুলনা রুটে সকাল ও বিকেলে দুইটি ট্রেন চলাচল করছে। প্রচুর যাত্রীর চাপও আছে।
বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক আজিম উদ্দিন গাজি বলেন, অবরোধের মধ্যে বন্দর থেকে অনেক ট্রাকে মালামাল লোড হয়েছে। তবে বিকেলের দিকে এসব পণ্য বোঝাই ট্রাক বন্দর ছেড়ে যাবে।
বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রেজাউল ইসলাম বলেন, বিরোধীদলের ডাকা অবরোধে বেনাপোল বন্দর কোনো প্রভাব পড়েনি। অবরোধের মধ্যে পেট্রাপোল ও বেনাপোল বন্দরের মধ্যে আমদানি-রপ্তানি ও পণ্য লোড-আনলোড স্বাভাবিক রয়েছে। বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টযাত্রী পারাপারও স্বাভাবিক আছে।
মো. জামাল হোসেন/জেএস/এমএস