সোনা মসজিদ বন্দরের পণ্যবাহী ট্রাক বের হচ্ছে পুলিশ-বিজিবির পাহারায়
বিএনপি-জামায়াতের ডাকা তিনদিনের অবরোধে পুলিশ পাহারায় দেশের বিভিন্নস্থানে ছেড়ে যাচ্ছে পণ্যবাহী ট্রাক। বুধবার (১ নভেম্বর) সকাল থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর থেকে ১৩৫টি ট্রাক দেশের বিভিন্ন এলাকায় ছেড়ে গেছে।
পানামা সোনা মসজিদ পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার মাইনুল ইসলাম বলেন, মঙ্গলবার পানামা থেকে বাংলাদেশি পণ্যবাহী ট্রাক অবরোধের কারণে ছেড়ে যায়নি। তাই পুলিশ-বিজিবির সহায়তায় বুধবার সকাল থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ১৩৫ টি পণ্যবাহী দেশের বিভিন্ন এলাকায় ছেড়ে যায়।

আরও পড়ুন: ধর্মঘটে অচল সোনা মসজিদ স্থলবন্দর
চাঁপাইনবাবগঞ্জ-সোনা মসজিদ মহাসড়কে দেখা যায়, পণ্যবাহী ট্রাকগুলোতে নাশকতা রোধে পুলিশ পাহারায় নিয়ে যাচ্ছেন শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক বাবুল। এসময় তিনি জানান, সকাল থেকে ১৩৫টি পণ্যবাহী ট্রাক আমরা পাহারা দিয়ে দেশের বিভিন্নস্থানে পাঠিয়েছি। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হায়াত বলেন, স্থলবন্দর থেকে ১১৩টি পেঁয়াজের ট্রাক ও অন্যান্য ২১টি ট্রাক আমি নিজে উপস্থিত হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদরে পৌঁছে দেওয়া হয়েছে। যে কোনো নাশকতা রোধে আমরা প্রস্তুত রয়েছি। আজকে আর কোনো ট্রাক স্থলবন্দর থেকে বের হবে না। বৃহস্পতিবার সকাল সবগুলো গাড়ি আমরা নিজ দায়িত্বে পৌঁছে দিব।
সোহান মাহমুদ/আরএইচ/এমএস