ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কুড়িগ্রামে বিএনপি-জামায়াতের ৬ নেতাকর্মী গ্রেফতার

জেলা প্রতিনিধি | কুড়িগ্রাম | প্রকাশিত: ০১:৫০ পিএম, ০২ নভেম্বর ২০২৩

 

কুড়িগ্রামে চলমান অবরোধে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কায় যুবদল-বিএনপি-জামায়াতের ৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১ নভেম্বর) রাতে জেলার সদর, উলিপুর ও রাজিবপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (২ নভেম্বর) জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বিএনপি-জামায়াতের ডাকা চলমান অবরোধে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কায় বুধবার সন্ধ্যায় জেলা শহরের ভোকেশনাল এলাকা থেকে সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহবুব আলমকে গ্রেফতার করা হয়। এছাড়াও ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে রাজিবপুর উপজেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রানাকে বুধবার গ্রেফতার করে রাজিবপুর থানা পুলিশ।

আরও পড়ুন: নন্দীগ্রামে বিএনপির ২ নেতা গ্রেফতার

পুলিশ আরও জানায়, উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়ন থেকে জামায়াতের চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে উলিপুর থানা পুলিশ। এরা হলেন হাবিবুর রহমান হাবিব, আব্দুর রাজ্জাক, মোস্তাইন বিল্লাহ এবং কোব্বাস আলী। তবে এদের দলীয় পদবী জানা যায়নি।

অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন বলেন, গ্রেফতারদের বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হবে।

 

ফজলুল করিম ফারাজী/জেএস/জিকেএস