ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি, উপজেলা ভাইস চেয়ারম্যান কারাগারে

জেলা প্রতিনিধি | চাঁপাইনবাবগঞ্জ | প্রকাশিত: ০৮:৫৪ পিএম, ০২ নভেম্বর ২০২৩

বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তির মামলায় চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোসা. শাহনাজ খাতুনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুরে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেট থেকে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে ফেসবুকে বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তির অভিযোগে গত ১৫ আগস্ট উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আহসান হাবীব বাদী হয়ে ভোলাহাট থানায় মামলাটি করেন। মামলায় শাহানাজ খাতুন ৫ নম্বর আসামি ছিলেন।

ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ফেসবুকে বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তির অভিযোগে মামলাটি করা হয়েছে। গ্রেফতারের পর শাহনাজ খাতুনকে কারাগারে পাঠানো হয়েছে।

সোহান মাহমুদ/এএইচ/জেআইএম