ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ডাল কাটার জেরে বৃদ্ধ দম্পতিকে পিটিয়ে হত্যা

উপজেলা প্রতিনিধি | হিলি (দিনাজপুর) | প্রকাশিত: ০৯:০২ পিএম, ০২ নভেম্বর ২০২৩

দিনাজপুরের হিলিতে গাছের ডাল কাটা নিয়ে বিরোধের জেরে স্বামী-স্ত্রীকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের মুন্সিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম।

নিহতরা হলেন বোয়ালদাড় গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে আতিয়ার মুন্সি (৭৩) ও তার স্ত্রী জাহানারা বেগম (৬৫)।

আটকরা হলেন একই এলাকার লুৎফর মুন্সি, তার স্ত্রী মেহেরনিগার, শহিদুল ইসলাম এবং খাজা মুন্সি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বাড়ির পাশে আগাছা পরিষ্কার করছিলেন আতিয়ার মুন্সি। এসময় ওই স্থানে একটি গাছের ডাল কাটা নিয়ে কথা- কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে তার ওপরে হামলা করেন চাচা লুৎফর মুন্সি ও তার পরিবারের সদস্যরা। এতে মাথায় আঘাত পেয়ে গুরুতর জখম হন আতিয়ার ও তার স্ত্রী জাহানারা বেগম। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা।

অবস্থার অবনতি হলে তাদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আতিয়ার রহমান দুপুরে এবং তার স্ত্রী জাহানারা বেগম সন্ধ্যায় মারা যান।

ওসি আবু সায়েম বলেন, এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরিবার থেকে মামলার প্রস্তুতি চলছে।

মাহাবুর রহমান/এসআর