ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বান্দরবানে ঘরে ঢুকে নারীকে বিবস্ত্র করে নির্যাতন

জেলা প্রতিনিধি | বান্দরবান | প্রকাশিত: ০৯:৩২ এএম, ০৪ নভেম্বর ২০২৩

বান্দরবানে ঘরে ঢুকে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজনকে আটক করে পুলিশ।

শুক্রবার (৩ নভেম্বর) বিকেলে বান্দরবান পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বনরুপাপাড়া ২ নম্বর গলি এলাকায় ঘটনাটি ঘটে।

আটকরা হলেন- বান্দরবান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বনরুপা এলাকার বাসিন্দা মৃত মোহন বাশি দাশের ছেলে অজিত দাশ (৫৫), লিটন দাশের স্ত্রী রিনা দাশ, অজিত দাশে ছেলে অভি দাশ।

স্থানীয়রা জানান, বিকেল সাড়ে ৩টার দিকে ওই নারী বসতঘরে গিয়ে অজিত দাশ, তার ছেলে অভি দাশ, রিনা দাশ, রিতা দাশসহ মুখোশ পরা ১০-১২ জন লোক তাকে নির্যাতন করেন। তারা ওই নারীর হাত বেঁধে বটি দিয়ে মাথার চুল কেটে দেন। বিবস্ত্র করে মারধর করেন। মুখোশ পরা কয়েকজন বাসা থেকে ঘরের আসবাবপত্র ভাঙচুর করে ঘরের উঠানে ফেলেন। বিষয়টি স্থানীয়রা পুলিশকে জানালে চারজনকে আটক করে।

স্থানীয় বাসিন্দা মিলন পাল জানান, বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী অজিত দাশ তার পরিবারসহ চার-পাঁচ জন নারী এবং সাত-আটজন মুখোশ পরিহিত লোক নিয়ে ওই নারীকে বাড়ি থেকে উচ্ছেদের উদ্দেশ্যে হামলা করেন। এ সময় তারা নারীর হাত বেঁধে বিবস্ত্র করে মারধর করে বটি দিয়ে মাথার চুল কেটে দেন। এছাড়া ঘরের দরজা ভেঙে আসবাব পত্রসহ বিভিন্ন মালামাল ঘর থেকে বাইরে এনে ফেলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও অজিত দাশসহ চারজনকে আটক করা হয়।

বান্দরবান সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল জাগো নিউজকে বলেন, এ ঘটনায় আটক চার জনের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান।

নয়ন চক্রবর্তী/এসজে/এএসএম