ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ফেনীর সেই চেয়ারম্যান পেলেন শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সম্মাননা

জেলা প্রতিনিধি | ফেনী | প্রকাশিত: ০২:০০ পিএম, ০৪ নভেম্বর ২০২৩

বঙ্গবন্ধু কৃষি পদক পেয়ে আলোড়ন সৃষ্টিকারী ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মজিবুল হক রিপন এবার পেলেন শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সেবা সম্মাননা।

কমিউনিটি পুলিশিং সেবায় বিশেষ অবদান রাখায় শনিবার (৪ নভেম্বর) সকালে চেয়ারম্যানের পাশাপাশি ফেনী মডেল থানা সেকেন্ড কর্মকর্তা এসআই মো. এমরান হোসেনকেও সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেওয়া হয়।

‘পুলিশ জনতা ঐক্য করি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এ স্লোগানে ফেনীতে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে ফেনীর পুলিশ সুপার কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে পুলিশ লাইনে এসে আলোচনা সভায় মিলিত হয়।

পুলিশ লাইন ড্রিল শেডে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ফেনীর পুলিশ সুপার জাকির হাসান। কমিউনিটি পুলিশিং ফেনী জেলা কমিটির আহ্বায়ক হাজী আলাউদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, ফেনী জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোস্তফা হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার দ্বীন মোহাম্মদ।

সহকারী পুলিশ সুপার (সোনাগাজী সার্কেল) তাসলিম হোসেনের সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন- দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, পরিবহন মালিক গ্রুপের সভাপতি গোলাম নবী, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, ফাজিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক রিপন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাত হোসেন, থোয়াই অংপ্রু মারমা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, কমিউনিটি পুলিশিংয়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আবদুল্লাহ আল-মামুন/এসজে/এমএস