রাজবাড়ীতে ট্রাকচাপায় নিহত ৩
রাজবাড়ীতে ট্রাকচাপায় তিনজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো তিনজন। মঙ্গলবার দুপুর ২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের চরখানখানাপুর ইটভাটা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, গোয়ালন্দের জামতলা এলাকার মাহেন্দ্র চালক ওয়াহিদ (৪০), যাত্রী আব্দুল হাকিম (৫০) ও ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর হলদিবাড়ী কমলদা গ্রামের সিদ্দিক মিয়ার মেয়ে লুৎফা (২৫)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে দৌলতদিয়া ঘাট থেকে ছেড়ে আসা গোয়ালন্দগামী মাহেন্দ্র চরখানখানাপুর ইটভাটা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের নিচে চাপা পড়ে। এতে মাহেন্দ্রটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই লুৎফার মৃত্যু হয়। আহত চালক ও চার যাত্রীকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে গুরুতর অবস্থায় চারজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এরপর সন্ধ্যার দিকে সেখানে দুইজনের মৃত্যু হয়।
গোয়ালন্দের আহলাদিপুর হাইওয়ে থানার এসআই মহিউদ্দিন জানান, ঘটনার পর ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনার চালক পালিয়ে গেছে বলেও জানান তিনি।
রুবেলুর রহমান/এআরএ/এবিএস