ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

অবরোধের দ্বিতীয়দিন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নেই যানবাহন-যাত্রীর চাপ

উপজেলা প্রতিনিধি | সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) | প্রকাশিত: ১০:০৩ এএম, ০৬ নভেম্বর ২০২৩

বিএনপির ডাকা অবরোধের দ্বিতীয় দিনেও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে নেই যানবাহন ও যাত্রীর চাপ। সোমবার (৬ নভেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে সরেজমিনে গিয়ে এমনই চিত্র দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই যানবাহনের সংখ্যা স্বাভাবিকের তুলনায় খুবই কম রয়েছে। পাশাপাশি যেসব যানবাহন মহাসড়কে চলাচল করছে তাদের আবার যাত্রীর জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। মহাসড়কের এমন রূপ আগে কখনো দেখা যায়নি।

জাহাঙ্গীর বেপারী নামের এক যাত্রী বলেন, এক জরুরি কাজে মদনপুরে যেতে হবে। সেজন্য বের হয়েছিলাম। ভেবেছিলাম অবরোধে হয়তো বাস পাবো না। কিন্তু মহাসড়কে এসে বাস পেতে তেমন সমস্যা হয়নি।

আরও পড়ুন: ভোরে মোংলা-খুলনা মহাসড়কে অগ্নিসংযোগ

আব্দুর রহমান নামের আরেক যাত্রী বলেন, মহাসড়কের অন্যান্য দিনের তুলনায় যানবাহনের চাপ অনেক কম। তাই খুব সহজেই এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারবো আশা করছি।

সোলায়মান হোসেন নামের এক বাসচালক বলেন, অবরোধে ঝুঁকি নিয়ে মহাসড়কে বাস নিয়ে বের হয়েছি। যাত্রাবাড়ী থেকে এখানে আসতে তেমন কোনো সমস্যায় পড়তে হয়নি। আশা করছি, নির্বিঘ্নেই মহাসড়কে যাতায়াত করতে পারবো।

শিমরাইল ক্যাম্পের টিআই একেএম শরফুদ্দিন বলেন, সকাল থেকে যানবাহন কম থাকলে কোথাও কোনো সমস্যা হচ্ছে না। পাশাপাশি যান চলাচল স্বাভাবিক রাখতে হাইওয়ে পুলিশের একাধিক টিম মহাসড়কে রয়েছেন।

রাশেদুল ইসলাম রাজু/জেএস/জেআইএম