ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নারায়ণগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই মাদক কারবারি গ্রেফতার

উপজেলা প্রতিনিধি | সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) | প্রকাশিত: ০৫:২৪ পিএম, ০৬ নভেম্বর ২০২৩

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিদেশি পিস্তলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৬ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল গণমাধ্যমকে এ তথ্য জানান

গ্রেফতাররা হলেন, খালিদ হাসান রবিন (৩৪) ও মো. ডালিম (২৮)। রবিন ফতুল্লার কুতুবআইল এলাকার মৃত মোবারক হোসেনের ছেলে ও ডালিম সিদ্ধিরগঞ্জের জালকুড়ি তালতলা এলাকার মৃত আব্দুল করিমের ছেলে।

jagonews24

পুলিশ সুপার জানান, নূরবাগ কুতুবপুর গ্রাম থেকে খালিদ হাসান রবিনকে আটক করে তল্লাশিকালে তার কোমরে থেকে দুই রাউন্ড গুলিভর্তি এক বিদেশি পিস্তল ও পকেট থেকে রিভলবারের দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে ফতুল্লা মডেল থানার ভূঁইঘর থেকে ডালিমকে আটক করা হয়। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৬ রাউন্ড গুলি জব্দ করা হয়।

খালিদ হাসান রবিনের নামে দুটি অস্ত্র ও ছয়টি মাদক মামলা রয়েছে। মো. ডালিমের বিরুদ্ধে অপহরণ ও মাদকসহ ৬ টি মামলা রয়েছে।

রাশেদুল ইসলাম রাজু/আরএইচ/জিকেএস