বিয়ের ১৭ দিন পর তালাবদ্ধ ঘরে মিললো নববধূর মরদেহ
কুড়িগ্রামের চিলমারীতে আমেনা বেগম (২৩) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আমেনা বেগম জোড়গাছ এলাকার গ্যাংচানের মেয়ে। কয়েক বছর আগে তিনি ধর্মান্তরিত হয়ে হিন্দু থেকে মুসলিম হয়েছেন বলে জানা গেছে।
সোমবার (৬ নভেম্বর) দুপুরে জোড়গাছ বাজার সংলগ্ন নন্দীর মোড় এলাকার বাবার বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আমেনা বেগম ২০১৫ সালে ধর্মান্তরিত হন। ধর্মান্তরিত হওয়ার আগে তার নাম ছিল শ্রী আদুরী রানী। তিনি ওই এলাকার গ্যাংচানের মেয়ে। ১৭ দিন আগে উলিপুর উপজেলার হাতিয়া ভবেশ এলাকার আফতাব উদ্দিনের ছেলে সাবেক বিজিবি সদস্য শাহাবুদ্দিনের সঙ্গে বিয়ে হয় তার। বিয়ের পর থেকেই বাবার বাড়ি নন্দীর মোড় এলাকায় থাকতেন তিনি।
সোমবার দুপুরে স্থানীয়রা তালাবদ্ধ ঘরের ভেতরে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
চিলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারেছুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
ফজলুল করিম ফারাজী/এফএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চেক জালিয়াতি মামলায় ওয়ারেন্টভুক্ত বিএনপি নেতা গ্রেফতার
- ২ মানিকগঞ্জে আগুনে পুড়লো বিআইডব্লিউটিএ’র গোডাউন
- ৩ রেললাইনে আগুন দিয়ে ৫ ঘণ্টা অবরোধ বিএনপি নেতাকর্মীদের, চরম দুর্ভোগ
- ৪ স্বামীকে হত্যাসহ ১০ মামলার আসামি আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার
- ৫ ফিটনেস-অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছাড়া সেন্টমার্টিনে যাবে না জাহাজ