ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

আওয়ামী লীগ ক্ষমতায় না এলে বিভিন্ন ভাতা বন্ধ হয়ে যেতে পারে: আমু

জেলা প্রতিনিধি | ঝালকাঠি | প্রকাশিত: ০৮:৩২ পিএম, ০৬ নভেম্বর ২০২৩

আওয়ামী লীগ ক্ষমতায় না এলে বিভিন্ন ধরনের ভাতা বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ১৪দলের মুখপাত্র ও শিল্পমন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আমির হোসেন আমু।

তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অসহায় মানুষের কথা চিন্তা করে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ নানাভাবে সাহায্য- সহযোগিতা করছেন। আওয়ামী লীগ ক্ষমতায় আসতে না পারলে এসব ভাতা-সহযোগিতা বন্ধ হয়ে যেতে পারে। তাই আপনাদের প্রয়োজনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করতে হবে।

সোমবার (৬ নভেম্বর) সকালে ঝালকাঠি সদর উপজেলার গাভারামচন্দ্রপুর ইউনিয়নে আওয়ামী লীগ ও সরকারে সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আমির হোসেন আমু এসব কথা বলেন।

Amu-(2).jpg

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনজুরুল আলম ডাকুয়ার সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার শাহ আলম, সহসভাপতি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার ও যুগ্ম-সাধারণ সম্পাদক তরুণ কর্মকার।

এদিন জেলার চারটি উপজেলায় আসন্ন রবি মৌসুমের জন্য ১৪ হাজার ৯০ কৃষককে ১৪ হাজার ৯০ বিঘা জমিতে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, সয়াবিন, মুগ, মসুর ও খেসারি ডাল চাষের জন্য প্রণোদনা সার বীজ বিতরণ করেন আমির হোসেন আমু। জেলায় রবি মৌসুমের জন্য ৩৩ লাখ ৫৩ হাজার টাকা এখাতে কৃষি প্রণোদনা দেওয়া হয়েছে।

আতিকুর রহমান/এসআর/এমএস