নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু
বান্দরবানের লামায় নদীতে গোসলে গিয়ে মোবিনুল ইসলাম রোহান (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৬ নভেম্বর) লামা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নারকাটা ঝিড়ির টাংকি পাহাড় এলাকায় এ ঘটনা ঘটে।
মোবিনুল ইসলাম রোহান স্থানীয় চেয়ারম্যানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। সে পৌরসভা ৪ নম্বর ওয়ার্ড নারকাটা ঝিড়ি এলাকার মো. হাকিম আলীর ছেলে।
আব্দুল হাকিম বলেন, স্কুল ছুটির পর রোহান বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে যায়। সেখানে পানিতে ডুবে তার মৃত্যু হয়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। কিছুক্ষণ পরে নদীতে তার মরদেহ ভেসে উঠে।
লামা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. রফিক জানান, রোহানের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বজনরা মরদেহ বাড়ি নিয়ে গেছেন।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
নয়ন চক্রবর্তী/আরএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান