ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

জয়পুরহাটে গ্যাস পাম্পে বিস্ফোরণ, ৯৯ শতাংশ পুড়েছে কর্মচারীর শরীর

জেলা প্রতিনিধি | জয়পুরহাট | প্রকাশিত: ১২:৪৬ পিএম, ০৮ নভেম্বর ২০২৩

জয়পুরহাটের আক্কেলপুরে ফিলিং স্টেশনের গ্যাসের ট্যাংক বিস্ফোরণে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে সাইফুল ইসলাম (৫০) নামে ফিলিং স্টেশনের এক কর্মচারী দগ্ধ হয়েছেন। তাঁর শরীরের ৯৯ শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

মঙ্গলবার (৭ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে পৌরশহরের চার মাথার মোড়ে আক্কেলপুর এলাকায় এ ঘটনা ঘটে। দগ্ধ সাইফুল আক্কেলপুর পৌরশহরের হাজিপাড়া মহল্লার বাসিন্দা।

আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মাকসুদুল হাসান বলেন, সাইফুল ইসলামের শরীরের ৯৯ শতাংশ পুড়ে গেছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বগুড়া শহীদ জিয়াউর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী বাসচালক সুরুজ আলী বলেন, আমি বাস টার্মিনালে বসেছিলাম। হঠাৎ আক্কেলপুর এলপিজি ফিলিং স্টেশনের ভেতর বিকট শব্দে কেঁপে ওঠে। এরপর আগুন জ্বলতে থাকে। আমরা দৌড়ে এসে দেখি একজনের শরীরে আগুন লেগেছে। আমরা তার শরীরের বালু দিয়ে আগুন নিভিয়ে ফেলি। এরপর দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাই।

এলপিজি ফিলিং স্টেশনের কর্মচারী আজিজুল ইসলাম বলেন, আমার রাত ৯টার দিকে ডিউটি ছিল। সাইফুল দিনে ডিউটি করছিলেন। আমি আজ একটু দেরিতে এসেছি। সাইফুল আমাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার আগে এলপিজি স্টেশনের পাইপ পরিষ্কার করছিলেন। এ সময় আমি বাইরে ছিলাম। হঠাৎ এলপিজি ট্যাংক বিস্ফোরিত হয়ে সাইফুলের শরীর আগুনে পুড়ে যায়।

আক্কেলপুর ফায়ার সার্ভিস স্টেশনের লিডার হাবিবুর রহমান বলেন, এলপিজি ফিলিং স্টেশনের ট্যাংক বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে এনেছি।

আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুরুল আলম জাগো নিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। এলপিজির ট্যাংক বিস্ফোরিত হয়ে ফিলিং স্টেশনের একজন কর্মচারী দগ্ধ হয়েছেন। ঘটনাটি খতিয়ে দেখা হবে।

এসজে/এমএস